• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্যান্সারে আক্রান্ত ডাচ কিংবদন্তি ফন গাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৪:১৪ পিএম
ক্যান্সারে আক্রান্ত ডাচ কিংবদন্তি ফন গাল
ছবি সংগৃহীত

নেদারল্যান্ডসের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ও বর্তমানে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ লুই ফন গাল ক্যান্সারে আক্রান্ত। প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ডাচ এꦫই কিংবদন্তি। 

সোমবার (৪ এপ্রিল) ডাচ 🥀টিভির একটি প্রোগ্রামে বিষয়টি নিজেই জানিয়েছেন ফন গ꧂াল। ৭০ বছর বয়সী এই ডাচম্যান জানান, প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি।

তিনি আরও বলেন, “এতদিন সবার কাছ থেকে গোপন রেখেছিলাম। আমি আসলে শিষ্যদের এই খবর জানাতে চাইনি। কারণ এমন খবর তা൩দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারতো।’’

বর্তমানে নেদারল্যান্ডস কোচের দায়িত্ব পালন করা ফন গালের এটি💫 তৃতীꦐয় দফার দায়িত্ব। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার অধীনেই ডাচরা তৃতীয় স্থান অর্জন করেছিল।


ফন গালের পুরো জীবন নিয়ে তৈরি হয়েছে একটি চলচ্চিত্র। যার প্রমোশন নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন তিনি, ‘‘প্রোস্টেট ক্যানসারে আপনি ম൩রবেন না। ৯০ শতাংশ ক্ষেত্রে ব্যাপারটা এমনই। কিন্তু ক্ষতির চেষ্টা করে মূলত অন্যান্য লুকিয়ে থাকা রোগগুলো। তবে আমার ক্ষেত্রে জটিলতাগুলো একটু আগ্রাসীভাবে ছিল, ২৫ বার রেডিয়েশনের মধ্যে দিয়ে গেছি। তার পর জীবনের অ🃏ন্যান্য বিষয়গুলো সামলানোরও বিষয় থাকে।’’

চিকিৎসার বিষয়ে&nbs🌱p;ফন গাল জানান, ‘‘হাসপাতালে প্রাধান্য দিয়ে আমার সুচিকিৎসা হয়েছে। যখন কোনও অ্যাপয়েনম꧙েন্ট নিতাম, গোপনে পেছনের দরজা দিয়ে ঢুকতাম। তার পর দ্রুত অন্য রুমে ঢুকিয়ে দেওয়া হতো আমাকে। ফলে আমার চিকিৎসাটা বিস্ময়করভাবে হয়েছে।’’  

ফুটবল বিশ্বে লুই ফন গালের পরিচয় সুপার ট্যাকটিশিয়ান হিসেবে। কোচিংয়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এমন এক ফুটবল কিংবদন্তির ক্যান্সার আক্রান্ত হ𒆙বার খবর নিশ্চয় ফুটবল প্রেমীদের মনে দাগ কেটে যাবে, এতে কোনো সন্দেহ নেই। 

Link copied!